বুধবার, ১৫ মে ২০২৪, ০৪:২৫ অপরাহ্ন

শিরোনাম :
বাংলাবাজার খবর অনলাইন নিউজ পোর্টালের জন্য দেশের প্রতিটি জেলা উপজেলা ও বিভাগীয় শহরে সাংবাদিক নিয়োগ চলছে। journalist.hadi@gmail.com এবং newsbbazer@gmail.com এই ইমেইল দুই কপি ছবি ও দুইটি নমুনা প্রতিবেদনসহ জীবনবৃত্তান্ত পাঠাতে পারেন। বিভাগীয় শহরে ব্যুরো অফিস দেওয়া হবে।

‘সুইডেন কথা রাখছে না’, ন্যাটোর অনুমোদন না দেওয়ার হুমকি এরদোগানের

অনলাইন ডেস্ক :

তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান সোমবার বলেছেন, যদি ফিনল্যান্ড-সুইডেন জঙ্গিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না দেয় এবং জঙ্গিদের নির্মূলে তুরস্ককে যেসব কথা দিয়েছে, সেগুলো না রাখে তাহলে তাদের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি অনুমোদন দেবে না তুরস্কের সংসদ।

আঙ্কারায় প্রেসিডেন্সিয়াল দপ্তরে একটি সংবাদ সম্মেলনে তার্কিস প্রেসিডেন্ট বলেছেন, আমরা বিশেষ করে দেখছি সুইডেন তাদের দেওয়া কথা রাখছে না।

এরদোগান বলেছেন, যদি তারা কথা না রাখে তাহলে তুরস্ক অনুমোদন দেবে না। ফলে পুরো বিষয়টি তাদের ওপরই নির্ভর করছে।

এরদোগান হুমকির সুরে বলেন, তুরস্কের অবস্থান পুরোপুরি পরিষ্কার। বাকি বিষয়টি তাদের ওপর নির্ভর করছে।

এদিকে ন্যাটোর সদস্যপদ পেতে জুন মাসের শেষের দিকে ন্যাটোর সম্মেলনে তুরস্কের সঙ্গে একটি চুক্তি করে ফিনল্যান্ড-সুইডেন।

সেই চুক্তি অনুযায়ী- ফিনল্যান্ড-সুইডেনে বসবাস করা এবং আশ্রয় নেওয়া যেসব জঙ্গিদের তুরস্ক ফেরত চায় তাদের ফিরিয়ে দেওয়া হবে।

তুরস্কের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এবং ওয়াইপিজেসহ কুর্দিস জঙ্গি সংগঠনগুলোকে সহায়তা দেওয়া বন্ধ করতে হবে।

রাশিয়া ইউক্রেনে হামলা করার পর নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিশ্বের বৃহত্তম সামরিক জোট ন্যাটোতে যোগ দেয়ার আবেদন করে ফিনল্যান্ড এবং সুইডেন।

সূত্র: ডেইলি সাবাহ

Spread the love

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

© All rights reserved © 2019
Design & Developed BY আইটি হোস্ট সেবা