বুধবার, ১৫ মে ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন

শিরোনাম :
বাংলাবাজার খবর অনলাইন নিউজ পোর্টালের জন্য দেশের প্রতিটি জেলা উপজেলা ও বিভাগীয় শহরে সাংবাদিক নিয়োগ চলছে। journalist.hadi@gmail.com এবং newsbbazer@gmail.com এই ইমেইল দুই কপি ছবি ও দুইটি নমুনা প্রতিবেদনসহ জীবনবৃত্তান্ত পাঠাতে পারেন। বিভাগীয় শহরে ব্যুরো অফিস দেওয়া হবে।

ভক্তের ডাকে বগুড়ার গ্রামে অনন্ত জলিল-বর্ষা

স্টাফ রিপোর্টার:

শারীরিক প্রতিবন্ধী ভক্ত রানা আহমেদের ডাকে সাড়া দিতে বগুড়ার কাহালুর প্রত্যন্ত জামগ্রামের কালিপাড়ায় এসেছিলেন আলোচিত চলচ্চিত্র অভিনেতা অনন্ত জলিল ও তার স্ত্রী আফিয়া নুসরাত বর্ষা।

ফেসবুকে দেওয়া কথা অনুসারে তাদের চলচ্চিত্র ‘দিন-দ্য ডে’ মুক্তি উপলক্ষে তারা বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারে উড়াল দিয়ে এখানে আসেন। ভক্তের সঙ্গে দুপুরের খাওয়া শেষে বিকালে ভক্তকে নিয়ে জলিল-বর্ষা বগুড়া শহরের চেলোপাড়ায় মধুবন সিনেপ্লেক্সে এসে চলচ্চিত্র উপভোগ করেন। তিনি বিদেশে রানার চিকিৎসার দায়িত্ব গ্রহণ ও তাৎক্ষণিক দুই লাখ টাকা দেন।

এদিকে নায়ক অনন্ত জলিল ও নায়িকা আফিয়া নুসরাত বর্ষা শুভেচ্ছা জানাতে জামগ্রামের কালিপাড়ায় ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়ে মঞ্চ করা হয়। স্কুল মাঠে হেলিকপ্টার থেকে নামার পর তারা মঞ্চে উঠেন। তারা ভক্ত রানাকে মঞ্চে নিয়ে হাত নেড়ে দর্শকদের শুভেচ্ছা জানান। একনজর প্রিয় অভিনেতা ও অভিনেত্রীকে দেখতে শত শত গ্রামবাসী সেখানে ভিড় করেন।

অনন্ত জলিল বলেন, সমাজে প্রতিষ্ঠিত বড় বড় সচিব, আমলা ও ব্যবসায়ীর জন্ম গ্রামে। এ জন্য গ্রামকে কখনো ছোট করে দেখা যাবে না। বগুড়াতে আসার অন্যতম কারণ ভক্ত রানাকে দেখতে। রানার মন-মানসিকতা আমাদের চেয়ে উন্নত। এ জন্য ওর বাবা-মাকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। রানার সুবাদে আজ আমি আপনাদের কাছে আসতে পেরে গর্ববোধ করছি।

অনন্ত জলিল আরও বলেন, তিনি রানাকে ঢাকায় নিয়ে যাবেন। পাসপোর্ট করার পর চিকিৎসার জন্য থাইল্যান্ডে নিয়ে যাবেন। আমি চেষ্টা করবো রানার সুস্থ হওয়ার বিষয়টি মহান আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করছে। তিনি উপস্থিত জনগণের কাছে দোয়া চান ও তাদের মধুবন সিনেপ্লেক্সে তার ছবি দেখার আমন্ত্রণ জানান।

নায়িকা বর্ষা তার প্রতিক্রিয়ায় বলেন, তিনি গ্রামের মেয়ে; গ্রামেই বড় হয়েছেন। রানার জন্য আবারো গ্রামে আসতে পেরে খুব ভালো লাগছে।

তিনি ‘দিন-দ্য ডে’ চলচ্চিত্র প্রসঙ্গে বলেন, দেশের চলচ্চিত্রের ধারায় অনেক পরিবর্তন এসেছে। আমরাও হলিউড, বলিউডের মতো চলচ্চিত্র করতে পারি। এ চলচ্চিত্রের গল্প, অভিনয় ও অ্যাকশন দর্শকদের ভালো লাগবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বর্ষা বলেন, অনেক সিনেমা হলে দেখেছেন, সন্তান কোলে নিয়ে মা ছবি দেখতে এসেছেন। মানুষের ভালো সিনেমা দেখার এ আগ্রহ আমাকে মুগ্ধ করেছে।

পরে অনন্ত জলিল, স্ত্রী বর্ষা ও রানাকে হেলিকপ্টারে নিয়ে শহরের মধুবন সিনেপ্লেক্সে আসেন। দর্শকদের সঙ্গে চলচ্চিত্র উপভোগ শেষে ভক্ত রানার হাতে দুই লাখ টাকা তুলে দেন।

Spread the love

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

© All rights reserved © 2019
Design & Developed BY আইটি হোস্ট সেবা